ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ার ইউএনও সাঈকা শাহাদাতকে পরিকল্পনা বিভাগে বদলী

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা শাহাদাতকে পরিকল্পনা বিভাগে বদলী করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আলিয়া মেহের সাক্ষরিত এক আদেশে ইউএনও পেকুয়াকে পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) হিসাবে বদলী করা হয়। যার স্মারক নং- ০৫.০০.০০০০.১৩৮.১৯.০০১.২০.৪১৮।

বদলীর আদেশের বিষয়ে জানতে ইউএনওর মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নাই । তবে গত ৩০ এপ্রিল সরকারি চাল নিয়ে অনিয়মের অভিযোগে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতের বদলির আদেশ স্থগিত করা হয়েছিল।এ ঘটনায় পেকুয়ার এক চেয়ারম্যানও বরখাস্ত করা হয়েছে।

পাঠকের মতামত: