ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

জাতীয় সাঁতারে অংশ নিচ্ছে রামুর হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী

ggসোয়েব সাঈদ, রামু ::

জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে রামুর ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। সম্প্রতি কক্সবাজার জেলা পর্যায়ে সাঁতারু বাছাইয়ে শ্রেষ্ঠ ১০ জনের মধ্যে ১ম স্থান সহ কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ৫ জন ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। এরা হলেন, খালেকুজ্জামান, হামিদ উল্লাহ, ফরিদুল আলম, জান্নাতুল ও সুমি আকতার। এছাড়াও জেলা সাধারণ বিভাগে ৭ জনের মধ্যে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তৈয়বা আকতার উত্তীর্ণ হয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছেন।

জানা গেছে, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ৬ জন সহ জেলার মোট ১৭ জন শিক্ষার্থী আগামী ২০ অক্টোবর ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

কক্সবাজার জেলা দলের সমন্বয়ক রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক ছৈয়দ আলম জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নিতে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) কক্সবাজার জেলার ১৭ জন সাঁতার প্রতিযোগিসহ ১৯ জনের একটি দল ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। এদলের সাথে ঢাকা যাচ্ছেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া।

কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া ও শারীরিক শিক্ষক ছৈয়দ আলম জানিয়েছেন, কেবল সাঁতার নয় জেলা ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এরমধ্যে সম্প্রতি জাতীয় এ্যাথলেট এ জেলা পর্যায়ে ৬টি ইভেন্টে, জেলা পর্যায়ে অনুর্ধ ১৪ মহিলা ফুটবলে ৩জন উত্তীর্ণ হয়েছে।

জাতীয় সাঁতার প্রতিযোগিতাসহ ক্রীড়াক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তাঁরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

জানা গেছে, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ছাড়াও জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহনকারি ১৭ জনের অন্যান্যরা হলেন, কক্সবাজার সদরের আবদুল গফুর, ইউনুচ, ফারুক, শাহাদাৎ, দেলোয়ার, রুনা, সাদিয়া, আনিসা ও সুমাইয়া, কুতুবদিয়া উপজেলার সাঈদ ও আরকান।

####

পাঠকের মতামত: