জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী জননেতা হাসানুল হক ইনু এমপি’র সাথে জেলা জাসদের এক মতবিনিময় সভা কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নারী জোটের সংগ্রামী আহবায়িকা আফরোজা হক রীনা।
সভায় জনাব হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে মহাজোটের নেতৃত্বে ধর্মীয় জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসী, দূর্নীতি, দখলবাজী বন্ধ করা, পতিত বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জাতীয় ঐক্য গড়তে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জাসদ সাধারণ সম্পাদক এড. আবুল কালা আজাদ, অলক ভট্টাচার্য্য, শহর জাসদ সভাপতি মোহাম্মদ হোসেন মাসু, সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, এড. আব্দুর শুক্কুর, এড. রফিক উদ্দীন চৌধুরী এপিপি, দেবব্রত সেন দেবু, প্রবাল পাল, মিজানুর রহমান বাহাদুর, বিপ্লব বড়–য়া, নসর আলী, পরিতোষ বড়–য়া, ফরিদুল আলম, খোরশেদ আলম অদুদ, কফি আনোয়ার, অমিত বড়–য়া, হাজী ইলিয়াস, মোঃ তৈয়ব, আব্দু রসিদ, আসরাফুল আলম নোমান, প্রদীপ দাশ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাধারণ সম্পাদক আবদুর রহমান, কাইসার হামিদ প্রমূখ।
পাঠকের মতামত: