ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বণার্ঢ্য আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

pic-chakaria-03-11-2016এম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়ায় শনিবার বণার্ঢ্য আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। এদিন সকালে এসএআরপিভি’র পিআরডিপিডি প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে র‌্যালী অনুষ্টিত হয়েছে।

র‌্যালী শেষে চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ এসএআরপিভি’র প্রদীপালয় স্কুল মাঠে আলোচনা সভা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।

এসএআরপিভি’র প্রকল্প কর্মকর্তা রাজেশ খান্না শর্মা ও ইয়াছমিন সোলতানার সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ এমরান খান, প্রকল্প সমন্বয়কারী ইউনুচ হোসেন মন্টু, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা আদালতের আইনজীবি এড. লুৎফুল কবির, এসএআরপিভি’র আনঞ্চলিক সমন্বয়ক কাজী মাকছুদুল আলম মুহিত, সাজ্জাদ হোসেন, মোঃ ইউসুপ, আবদুল মালেক, প্রতিবন্ধী ব্যক্তি জয়নাল আবেদীন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে ৬৫ হাজার টাকা মূল্যের প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পরে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্টান, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতা শেষে চকরিয়া পৌরসভার পক্ষ থেকে বিজয়ী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #

পাঠকের মতামত: