ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ক্ষেতের ধান নিয়ে ফেরার পথে বন্যহাতির আক্রমনে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় দলছুট বন্যহাতির আক্রমণে আবদুস সামাদ (৪৬) নামের এক কৃষক নিহত হয়েছে। গতকাল বুধবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মানিকপুর ভিলেজার পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহত কৃষক সামাদ উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়া এলাকার মৃত শরফুদ্দীনের ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম। তিনি বলেন, গতকাল বুধবার বিকালে কৃষক আবদুস সামাদ বাড়ির অদুরে রির্জাভ বনাঞ্চল সংলগ্ন ক্ষেত থেকে ধানের ভার কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলেন। ওইসময় পথিমধ্যে তিনি একটি বন্যহাতির কবলে পড়েন। এরই একপর্যায়ে বন্যহাতিটি সামনে থেকে তাঁকে আক্রমণ করলে ঘটনাস্থলে মারা যান কৃষক সামাদ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে চকরিয়া থানার একটি টিম পাঠানো হয়েছে। পরিবারের আবেদন আলোকে মরদেহের ময়না তদন্ত হবে কী হবে না সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: