ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়া মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের দক্ষিণ ধূরুং ইউনিয়ন ও ওয়ার্ডের পুর্ণাঙ্গ কমিটি গঠিত

11কুতুবদিয়া প্রতিনিধি ::

কুতুবদিয়া উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের দক্ষিণ ধুরুং ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি অনুমোদন অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় দক্ষিন ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ইউনিয়ন সভাপতি শাহাজাদা রুহুল আমিনের সভাপতিত্বে ও দিদারুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগ মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের উপজেলার সভাপতি কামরুল হাসান সিকদার রেজভী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আব্দুর রহিম সিকদার রাসেল। এ সময় আরো উপস্থিত ছিলেন আ’লীগ মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের উপজেলার নেতৃবৃন্দ মোঃ ইদ্রিস, মোঃ আলম, মোঃ সেলিম উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের পুর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হল। ইউনিয়ন পর্যায়ে শাহাজাদা রুহুল আমিনকে সভাপতি ও দিদারুল ইসলামকে সাধারন সম্পাদক এবং আজিজুল হককে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ৩ নং ওয়ার্ডের সভাপতি আলি হোছাইন, সাধারন সম্পাদক আব্দুল আজিজ, ৫ নং ওয়ার্ডের সভাপতি আতাউল হক, সাধারন সম্পাদক নাছির উদ্দিন ও সাংগঠনিক মোঃ হোছাইন, ৬নং ওয়ার্ডের সভাপতি কাইমুল হক, সাধারন সম্পাদক আবুল হাসনাত সেজল, আব্বাস, মহি উদ্দিন, জলিল, কাইছার, ফারুক, আব্দুল জলিল, মিজান, আনছার, আব্দুর রশিদ, মোঃ মাবুদ, খায়রুল এনাম, কামাল উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: