এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ২৯ মে ॥
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনে পরাজিত প্রার্থী আবুল হোসেন এর নেতৃত্বে শনিবার রাতে ৫০/৬০ জনের সশস্ত্র সন্ত্রাসীরা খুরুশকুলের দক্ষিণ হিন্দু পাড়ায় শতাধিক ঘর-বাড়ী ও দোকানপাট ভাংচুর এবং একাধিক মন্দিরে তান্ডবতা চালিয়েছে। এসময় অন্তত ৩০ জন সংখ্যালঘু সম্প্রদানের পুরুষ ও নারী আহত হয়েছে। এ ঘটনার পর থেকে খুরুশকুল সহ পুরো জেলা সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ভয়-ভীতি ও আতংক বিরাজ করছে।
এঘটনার প্রতিবাদে ২৯ মে সকাল ১০টায় প্রায় ১০ হাজারের অধিক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ খুকুশকুল থেকে মিছিল সহকারে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করেন। সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, খুরুশকুল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জসিম উদ্দিন প্রমুখ।
উক্ত প্রতিবাদ সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত বিক্ষুব্দ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সন্ত্রাসীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন এবং তাৎক্ষনিভাবে ঘটনাস্থল পরিদর্শনের জন্য খুরুশকুলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ী, দোকান পাট, মন্দির পরিদর্শন সহ আহত লোকজনদের সাথে কথা বলেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ২৯ মে বিকাল ৫ টায় কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৩০ মে এর মধ্যে মূল আসামী আবুল হোসেন কে গ্রেফতার করা না হলে, ৩১ মে সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানব বন্ধনের কর্মসূচী ঘোষনা করা হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দুলাল কান্তি চক্রবর্তী, এডভোকেট মৃনাল চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষেদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ-সভাপতি রাজ বিহারী দাশ, সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, সহ-সভাপতি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন পাল নাজির, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দিপু, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা বিশ্বজিত পাল বিশু ও বিপুল সেন, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি দীপক দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট বাপ্পী শর্মা, কক্সবাজার পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন গুহ, সহ-সভাপতি জনি ধর ও শাওন চক্রবর্তী, খুরুশকুল ইউনিয়ন পূজা কমিটির সভাপতি অমল কান্তি দে, সাধারণ সম্পাদক পলাশ আচার্য্য এবং খুরুশকুলের নব নির্বাচিত ইউপি সদস্য জয়ধন মেম্বার।
এঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন, বাংলাদেশ মঙ্গল পার্টি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আধ্যাত্বিক নেতা কবি জগদিশ বড়–য়া পার্থ ।
এক বিবৃতিতে বলেন, নির্বাচনে যার ভোট সে যাকে ইচ্ছা তাকে প্রদান করবে। এটা বাংলাদেশ সংবিধান প্রদত্ত অধিকার। কিন্ত নির্বাচন পরবর্তীতে কেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বার বার আঘাত করা হবে। তাই অবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।
———————–
প্রকাশ:
২০১৬-০৫-২৯ ১৫:৫৯:৩৯
আপডেট:২০১৬-০৫-২৯ ১৫:৫৯:৩৯
- চকরিয়ায় সাংবাদিক পরিচয়ে ওসির কাছ থেকে মোবাইলে চাঁদাদাবি, যুবক গ্রেফতার
- কেউ দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা”
- শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চকরিয়ায় মালুমঘাট হারবাং বমুতে খ্রীষ্টানদের শুভ বড়দিনের উৎসব উদযাপন
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- পেকুয়া এবিসি সড়কে সিএনজি-ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-৫
পাঠকের মতামত: