ঢাকা,শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ইলিশের সংকট, জাটকার দখলে বাজার

ছৈয়দ আলম, কক্সবাজার :
বাঙ্গালীর ঐতিহ্যবাহী পহেলা বৈশাখকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারে ইলিশ মাছের দাম-দর চড়া রেখেছে ব্যবসায়ীরা। চাহিদা থাকলেও বড় ইলিশের দেখা মিলছে না মাছের হাটগুলোতে। অন্যদিকে অবাধে বিক্রি হচ্ছে জাটকাসহ ছোট ও মাঝারি আকারের ইলিশ। ৯ এপ্রিল সকালে পহেলা বৈশাখ উপলক্ষে শহরের মাছ বাজার গুলোতে হাঁকডাকের শেষ নেই। ঐতিহ্যবাহি এই মেলাকে বরণ করতে শহরের বিভিন্ন মাছ বাজারে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। দেখা যায়, বাজারে সবার নজর কিন্তু ইলিশের দিকে। বাজারে বড় ইলিশ না থাকায় অনেকেই বিব্রতকর অবস্থায় পড়ে। ইলিশ কিনতে আসা আরফাত নামের যুবক জানায়, যদিও ছোট-মাঝারি ইলিশ বাজারে রয়েছে, তা গ্রাহকদের ক্রয় ক্ষমতার বাহিরে। বাজারে ছোট ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭ শত থেকে ১ হাজার টাকায়। এদিকে, দেদারসে বিক্রি হচ্ছে ৬/৮ ইঞ্চির ছোট আকারের ইলিশ বা জাটকা। গতকাল রাতে শহরের পানবাজার রোডের মাথায় দেখা গেছে, অনেক জাটকা বিক্রি করছে। সাথে প্রতিবেদকের ক্যামেরা দেখে লুকোবার চেষ্টাও। নিষিদ্ধ থাকার পরও কেন জাটকা বিক্রি করছেন, জানতে চাইলে তার ব্যাখ্যাও দিতে পারছেন না। ব্যবসায়ীরা বলছেন, জাটকা যেগুলো ধরা হয়েছে তা তো ফেলে দেয়া যায় না। আর বড় ইলিশের তুলনায় জাটকার দাম কম। বড় ইলিশ সবাই কিনতে পারবে না তাই ছোট ইলিশ চলছে। মাছ চাহিদার তুলনায় কম হওয়ায় তাজা ইলিশের পাশাপাশি রয়েছে বার্মিজ ইলিশ নামে পরিচিত বরফের ইলিশ মাছও। এনিয়ে ব্যবসায়ীরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের পাশাপাশি অন্য মাছের দরও একটু চড়া থাকবে।

পাঠকের মতামত: