ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

৫০০ কেজি ওজনের এই নারীকে বিশেষ বিমানে ভারতে নেওয়া হবে

image-52552-1481379470মিশরীয় নারী এমান আহমেদ আবদেল আতি। বয়স ৩৬। সম্ভবত তিনিই পৃথিবীর সবচে মোটা মানুষ, যার ওজন ৫০০কেজি। ওজন কমানোর এক অপারেশনের জন্যে আগামী সপ্তাহে তাকে ভারতে নেওয়া হচ্ছে। বিশেষ একটি বিমানে করে তাকে নিয়ে যাওয়া হবে মুম্বাই শহরে।

ওজন কমানোর জন্যে ব্যারিয়াট্রিক সার্জন ড. মুফফাজাল লাকদাওয়ালা তার শরীরে অপারেশন করবেন। আবদেল আতির পরিবার দাবি করেছে, পৃথিবীতে বেঁচে থাকা সবচে মোটা মহিলা হচ্ছেন তিনি।

গিনেজ রেকর্ড বুকে বর্তমানে সবচে মোটা মানুষ হিসেবে যার নাম আছে তিনি যুক্তরাষ্ট্রের পলিন পটার। ২০১০ সালে তার ওজন ছিলো ২৯২ কেজি।

ড. লাকদাওয়লা ওজন কমানোর বহু অপারেশন করেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় দু’জন মন্ত্রীও। তার হলেন নিতিন গাডকারি এবং ভেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছেন, মিস আবদেল আতির ছবি এবং মেডিকেল রিপোর্ট দেখে মনে হয় তার ওজন কমপক্ষে ৪৫০ কেজি হতে পারে।

যেভাবে এমন হলো
মিস আবদেল আতির পরিবার বলছে, জন্মের সময় তার ওজন ছিলো ৫ কেজি। এসময় তার শরীরে এলিফেন্টিয়াসিস রোগ ধরা পড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে পারে।

ড. লাকদাওয়ালা বলছেন, তারা বলেছে যখন তার বয়স ১১ ছিলো, তখন সে খুব মোটা হতে শুরু করে। এতো মোটা যে সে উঠে দাঁড়াতেও পারতো না, পারতো না হামাগুড়ি দিতেও। তারপর তার একবার স্ট্রোক হয় এবং তখন থেকেই সে শয্যাশায়ী হয়ে পড়ে। তখন থেকে সে আর বাড়ির বাইরে যেতে পারে না।

ভারতের সাথে যোগাযোগ
ড. লাকদাওয়লা বলেছেন, মিস আবদেল আতির বোন তার সাথে যোগাযোগ করেছেন গত অক্টোবর মাসে। তারপর থেকে তাকে ভারতের মুম্বাইয়ে নিয়ে আসার খরচ যোগাতে তিনি অর্থ সংগ্রহ করে চলেছেন।

কারণ তার পরিবার অত্যন্ত দরিদ্র এবং বিশেষ বিমান ভাড়া করার সামর্থ্য তাদের নেই। তিনি বলেন, আমরা আশা করছি আগামী সপ্তাহেই আমরা তাকে মুম্বাইতে নিয়ে আসতে পারবো। সব আনুষ্ঠানিকতা হয়ে গেলেই তাকে নিয়ে আসা হবে।

ড. লাকদাওলা মনে করেন, মিস আবদেল আতির এলিফেনটিয়াসিস হয়নি। তবে মোটা হয়ে যাওয়া-জনিত লিমফোডেমায় ভুগছেন তিনি। এর ফলে পা দুটো মারাত্মক আকারে ফুলে যেতে পারে।

তিনি বলেন, চিকিৎসার জন্যে তাকে দুই থেকে তিন মাস মুম্বাইতে থাকতে হবে। তারপর তিনি বাড়িতে ফিরে যেতে পারবেন বলে আশা করছি। তবে তার ওজন ১০০ কেজির নিচে নামিয়ে আনতে দুই থেকে তিন বছর সময় লাগবে।

ব্রিটেনে প্রতি বছর ৮ হাজার এর মতো মানুষের শরীরে অপারেশনের মাধ্যমে তাদের ওজন কমানো হয়ে থাকে।

চিকিৎসা
এজন্যে আছে দু’ধরনের অপারেশন।
১. গ্যাস্ট্রিক ব্যান্ড: এই অপারেশনে পাকস্থলী কেটে তার আকার ছোট করে দেওয়া হয় যাতে সে খুব বেশি খেতে না পারে। ফলে অল্প কিছু খাওয়ার পরেই মনে হবে তার পেট ভরে গেছে।
২. গ্যাস্ট্রিক বাইপাস: এই অপারেশনের মাধ্যমে হজমের প্রক্রিয়া পরিবর্তন করে দেওয়া হয়। ফলে খাবার হজম হয় খুব কম। এবং একারণে খুব বেশি খিদেও লাগে না। সূত্র- বিবিসি বাংলা।

 

পাঠকের মতামত: