ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

‘৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি মানবে না জনগণ’ -হানিফ

46923_thumbs_hanifনিজস্ব প্রতিবেদক :::
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেছেন, ‘‘সেই নির্বাচন বানচালের জন্য বিএনপি মানুষ হত্যা করেছে। গণতন্ত্র হত্যা চেষ্টার জন্য বিএনপি অভিযুক্ত। সেই বিএনপি ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের নামে রাজপথে কোনো কর্মসূচি পালন করতে চাইলে জনগণ মেনে নেবে না।’’

একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দলের ক্ষতি পুষিয়ে নিতে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলেও তাদের পরিণতি হবে নারায়ণগঞ্জের নির্বাচনের মতোই।
শুক্রবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথ সভায় তারা একথা বলেন। মাহবুব উল হানিফ বলেছেন, জয়লাভের সুযোগ নেই বলে বিএনপির দৃষ্টিতে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, “বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচনই শুধু বর্জন করেনি, তারা নির্বাচন বানচাল করতে তারা ৪৭ জন মানুষকে হত্যা করেছিলো। ৫ জানুয়ারি নির্বাচন দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা না হলে গণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা দখলের চেষ্টা করতো।”

একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় দলটি ক্রমান্বয়ে বিলুপ্তির পথে। কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দল টিকিয়ে রাখতে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। তারা যতই এখন নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলুক না কেন, শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেবে।”
দল ঠেকাতে এবং কর্মীদের ধরে রাখতে শেখ হাসিনার অধীনেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি।
কামরুল আরো বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা পেয়েছে। ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছে। সেটা এখন ওই দলের নেতারা বুঝতে পারছেন। তারা মুখে ভুল স্বীকার না করলেও কর্মীরা হতাশ হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। তারা কোনো কর্মসূচি দিয়ে তা বাস্তবায়ন করতে পারে না।”

“এখন তারা দলের কর্মীদের নিষ্ক্রিয়তা কাটাতে, দলকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে আগামী নির্বাচনে অংশ নেবে, দলকে টিকিয়ে রাখার চেষ্টা করবে বিএনপি।” – বলেন কামরুল ইসলাম। ‍ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে যৌথসভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

পাঠকের মতামত: