ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

২০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা ১৩ জানুয়ারি

নিউজ ডেস্ক ::

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী কে হচ্ছেন, তা আগামী ১৩ জানুয়ারি জানা যাবে। ওই দিন প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঢাকার সাবেক কমিশনার ও বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল মজিদের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।

ফখরুল বলেন, ওই দিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে জোটের প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হবে। এছাড়া নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবিও জানান তিনি।

নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমাধান করব। নির্বাচনে ২০ দলীয় জোটের একক প্রার্থী থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের ওপর নির্ভর করবে বর্তমান নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পারবে কিনা।’

পাঠকের মতামত: