ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

১৫ মাঝিমাল্লা নিয়ে ফিশিংবোট নিখোঁজ

মহেশখালী সংবাদদাতা ::   মহেশখালীর কুতুবজোম খোন্দকারপাড়া গ্রামের একটি ফিশিংবোট ১৫ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে নিখোঁজ রয়েছে। মাছ ধরতে গিয়ে গত ৭ দিনেও ফিরেনি। মাঝিমাল্লার মধ্যে বোটের মালিক হাজী এরশাদুল্লাহ ও রয়েছে জানা গেছে।

নিখোঁজদের স্বজনদের বরাতে স্থানীয় সাংবাদিক এম বশির উল্লাহ জানান, এফ,বি সুমন নামের ফিশিং বোটটি গত ১৭অাগস্ট খুলনা মহিপুর নামকস্থান হতে সাগরে মৎস্য অাহরণের করতে বাহির হলেও সম্প্রতি সময়ে সাগরের অবস্তা ভাল না থাকার পরেও বোটের মালিক হাজী এরশাদুল্লাহসহ (১৫) জন মাঝিমাল্লা নিয়ে বোটটি কোরবানীর দিন পর্যন্ত ঘাটে ফিরে না অাসায় তাদের পরিবারে কান্না বিরাজ করছে।

গত ১ বছরে খোন্দকার পাড়ার বেশ কটি ফিশিং ট্রলার সাগরে ডুবে বহু মাঝিমালা অকালে প্রান হারিয়েছে। তার পরেও হুশ হয়নি এসব মালিকদের। কি লিখা আছে জেলেদের ভাগ্যে একমাত্র আল্লাহ জানেন।

এঘটনার পর থেকে খোন্দকার পাড়ার জেলে পরিবারে চলছে কান্নার রোল।

পাঠকের মতামত: