ঢাকা,শনিবার, ২ নভেম্বর ২০২৪

হোয়ানক বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় ঈদ পূর্নমিলনী অনুষ্টিত

সরওয়ার কামাল, মহেশখালী ::
মহেশখালী উপজেলার হোয়ানক বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১৪ই আগস্ট সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রধান শিক্ষক আবু তাহেরের সভপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম, মহেশখালী থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক সরওয়ার কামাল, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম জফুর, সাবেক ইউপি সদস্য ও বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র গোলাম কুদ্দুস, সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব সুব্রত দত্ত, দাতা সদস্য নজরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বক্তব্যে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জাতি গড়ার কারখানা। সে ধারায় অগ্রগামী আসনে রয়েছে হোয়ানক বহুমূখী উচ্চ বিদ্যালয়। কেননা এই বিদ্যালয়টি মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে দেশের জন্য আলোকিত মানুষ তৈরি করে যাচ্ছে। এই আলোকিত মানুষগুলো বর্তমানে দেশের জন্য অবদান রেখে যাচ্ছে। এভাবে বিদ্যালয়টি আরো উচ্চ আসনের আসীন হবে। এই বিদ্যালয়ের আজকের এই অসামান্য অবদানের জন্য এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মরহুম মোঃ ইসহাক সাহেব চিরস্মরণীয় হয়ে থাকবেন।
ঈদ পূর্ণমিলনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হানিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসাইন, সদস্য সচিব সাংবাদিক শাহেদ মিজান। আলোচনা সভার শুরুতে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ইসহাক বি.এ এবং প্রয়াত প্রাক্তন শিক্ষক জালাল আহমেদ ও আবদুল মালেকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্টানে প্রাক্তন পরিষদের সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: