ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

হাঙ্গরপাড়া জনকল্যাণ সংস্থার প্রীতি ফুটবল ম্যাচ স্থানীয়দের মিলনমেলায় পরিনত

সংবাদ বিজ্ঞপ্তি ::

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার হাঙ্গরপাড়া জনকল্যাণ সংস্থার উদ্দ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে।

আজ ২৫ জুন বিকাল সাড়ে ৪ টায় শহরের খুরুশকুল ব্রীজ সংলগ্ন প্রস্তাবিত টেকপাড়া খেলার মাঠে আয়োজিত ফুটবল ম্যাচটি স্থানীয় তরুন কিশোর সহ সর্বস্থরের বয়সের ছেলেমেয়েদের জন্য মিলনমেলায় পরিনত হয়। এতে এলাকার অন্তত ৫শতাধিত ছেলেমেয়ে দর্শহ হিসাবে উপস্থিত ছিলেন। আর হাঙ্গরপাড়া জনকল্যান সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক দলেভাগ হয়ে অংশ নেওয়া খেলায় সভাপতি দল ৪-২ গোলে জয়ি হয়।

খেলায় অংশ নেয় পৌর আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরমানুল আজিম, কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, স্থানীয় সমাজ সেবক গিয়াস উদ্দিন, সেচ্ছাসেবক দলনেতা হাজী আবদুর রহিম, হাঙ্গরপাড়া জনকল্যাণ সংস্থার সভাপতি সাইদুর রহমান সাঈদী, সাধারণ সম্পাদক মোঃ জমিরুল, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ইয়াসির, রফিক, কৌশিক, ফয়সাল(বুড্ডা), জিয়া, কাসেম, হুমায়ন, সাইফুল, জাবেদ উল্লাহ মিয়া, সাগর, ইসলাম, রিয়াদ, দেলোয়ার, জুবায়ের, সিফাত আজিম প্রমুখ সহ দুই দলে প্রায় ৩০ জন খেলোয়াড় অংশ নেয়। খেলা পরিচালনা করেন আরাফাত, টিপু, শিপন, ধারাবর্ণনা দেন শাহ আলম।

পাঠকের মতামত: