ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

চকরিয়া নিউজ ডেস্ক ::

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজর এলাকায় অবস্থিত স্বনামধন্য ও সর্বোচ্চ নারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসায় আজ ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ নির্ধারিত কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে প্রথমে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ ও অর্ধনির্মত করে রাখা হয়। তারপর ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি এম.আজিজুর রহিম, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কবির হোছাইন, সকল শিক্ষিক-শিক্ষিকা, অভিভাবক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ। অত:পর ছাত্রী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি, নান্দনিক হস্তাক্ষর লেখা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্র মাদ্রাসার গভণিং বডির সভাপতি এম.আজিজুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন আরবী প্রভাষক মোহাম্মদ জাফর আলম, মোহাম্মদ মঈন উদ্দিন, নুরুল কাদের, রশিদ আহমদ আজিজি। এছাড়া অন্যান্য সকল শিক্ষক ও কর্মচারীগণও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনের অমর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কবির হোছাইন।

পাঠকের মতামত: