ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

“হক কথায় ঠক বেজার গরম ভাতে বিলাই বেজার”

চকরিয়া-পেকুয়া আসনের এমপি প্রার্থী নিয়ে ভোটারের অভিমত ফেসবুক থেকে সংগৃহিত পাঠকের জন্যে হুবহু কপি করে তুলে ধরা হলে।

জাকের উল্লাহ চকোরী ফেসবুক থেকে নেয়া  ::

গত দু’ দিন ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মতামত কি তা জানার জন্য বেশ কিছু এলাকা সফর করেছি। ভোটারদের মতামতে যা জানার তা জেনেছি। সাধারণ ভোটাররা যা বলেন তা এক বাক্যে এরকম ” ধানের শীষের ভোট বেশী-নৌকার ক্ষমতার জোর বেশী”। ৩০ ডিসেম্বর শেষ হাসি কে হাসবেন, তা সৃষ্টিকর্তাই জানেন বেশী।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,হাসিনা আহমেদ যা বলেন:———— কক্সবাজার ১ আসনের বিএনপির প্রার্থী হাসিনা আহমেদ তার বাসভবনে চকরিয়া ও পেকুয়ায় কর্মরত সাংবাদিক দের সাথে এক মত বিনিময় সভায় বলেন, গত তিন দিন ধরে তিনি কোথায়ও গণসংযোগ করতে পারছেন না। ইতিমধ্যে পৌরসভা, ডুলহাজারা,খুটাখালী ও ডেমুশিয়া ইউনিয়নে তার নেতাকর্মীদের উপর হামলা হয়েছে এবং তাকেও হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক ও ইসির বরাবরে টাইম-টু-টাইম লিখিত অভিযোগ করেছেন কিন্তু কোন প্রতিকার পান নি। উল্টো তার শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে চকরিয়া থানায় দুটি গায়েবী মামলা করা হয়েছে। তিনি শেষ কথায় বললেন আমি সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী ৩০ ডিসেম্বর পর্যন্ত যত হামলা- মামলা হউকনা কেন আমি এলাকা ছেড়ে কোথায়ও যাবোনা।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,জাফর আলম যা বলেন:——— আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রাণপ্রিয় নেত্রী। ছোট ভাই সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ও আমার ছোট বোন। ডুলহাজারায় তার পথসভায় হামলার ঘটনা শুনে তাকে দেখতে গিয়েছি এ’ আসনের সাবেক এমপি হিসাবে আমি তাকে সালাম দিয়েছি তিনি আমার সালামের জবাব পর্যন্ত দেননি।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, কক্সবাজার ১ আসনে ২০ বছরে চার বার এডভোকেট জহিরুল ইসলাম ও ১৫ বছরে তিনবার সালাহউদ্দিন আহমেদ সি আইপি নির্বাচন করেছেন। বিগত ৩৫ বছরে তারা কেউ নির্বাচনে পাশ করতে পারেন নি। দশম জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছিল পরে আমি নেত্রীর নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের ভিতর থেকে ও আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ছিল তার পরও আমি মনোনয়ন পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন জাফর ফেল করার ছাত্র নয়। ভোট কাকে বলে কত প্রকার তা আমি ভাল করে জানি। আমি ভোট করে পৌরমেয়র ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমাকে এড়ভোকেট জহিরুল ইসলাম বা সালাহ উদ্দিন আহমেদ সি আইপি ভাবলে ভুল হবে। আমি ভোটের কারিগর আমার নাম বাইট্যা জাফর।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আর নির্যাতনের কথা বলছেন ২০০১ সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন চকরিয়া থানার ওসি ছিলেন মঈন উদ্দিন। আপনার স্বামী সালাহ উদ্দিনের নির্দেশে পুলিশ দিয়ে আমাকে ধরে এনে আমার উপর কি নির্যাতন করা হয়েছিল তা থানার দেয়াল ও চেয়ার টেবিল স্বাক্ষী আছে। আমাকে দৈহিক নির্যাতনের পাশাপাশি ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছিল এমন কি থানার ভিতরে ফ্লোরে শুয়ে উলঙ্গ করে সিদ্ধ ডিম দেওয়া হয়েছিল গোপন স্থানে।আর আমার কান্নার শব্দ ঢাকায় টেলিফোনে শুনছিল আপনার স্বামী সালাহ উদ্দিন। আমার উপর ভয়াবহ নির্যাতনের করুণ কান্নার শব্দ শুনে পশুপাখি পর্যন্ত কেঁদেছিল। আমি তো সেই নির্যাতনের কাহিনী ঢ়োল পিটিয়ে কাউকে প্রচার করিনি।,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, এ হলো দু’প্রার্থীর অভিযোগ এখানে আমার নিজস্ব কোন মতামত নেই। পাঠকরা বিচার করে মন্তব্য করবেন। সেলুনের দোকানে ঢুকে আমি কালো কেন তার জন্য আয়না কে গালি দিয়ে লাভ হবেনা। আল্লাহ আপনাকে কালো করে সৃষ্টি করেছেন তাই আয়নায় কালো রং এর প্রতিচ্ছবি দেখাচ্ছেন। এখানে আয়নার দোষ কি? সংবাদপত্র ও সাংবাদিক হচ্ছে সমাজের দর্পন এখানে আমার দোষ কি?

পাঠকের মতামত: