ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সড়ক দূর্ঘটনায় রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান পুত্র জিসানের মৃত্যু

নীতিশ বড়ুয়া, রামু ::     রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ ভুট্টোর বড় ছেলে মোহাম্মদ জিসান (১৯) সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর ১:৩০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলাবাজার এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র মোহাম্মদ জিশানসহ তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের তাৎক্ষনিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় চকরিয়া এলাকায় পৌঁছলে বিকাল সাড়ে চারটার দিকে জিশান মারা যায়। আহত অপর দু’জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

এদিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ ভুট্টোর বড় ছেলে মোহাম্মদ জিসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মোঃ জিসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

##################

রামু সর্বজন শ্রদ্ধেয় প্রমথ স্যার’র অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার

বিভিন্ন মহলের শোক ও শ্রদ্ধা নিবেদন

নীতিশ বড়ুয়া, রামু ::

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রমথ বড়–য়া (প্রমথ স্যার)’র অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ২ টায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। শিক্ষক প্রমথ বড়ুয়া হৃদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার রাত ৮ টা ২০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক প্রমথ বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধন পাড়ার অরুন বড়ুয়া মহাজনের (প্রজ্ঞাবংশ মহাথের) মেঝ ছেলে। তিনি রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুমথ বড়ুয়ার বড় ভাই। তিনি আমেরিকা প্রবাসী মৃন্ময় বড়ুয়া নান্টু, লন্ডন প্রবাসী ডা. চিন্ময় বড়ুয়া শান্তু, ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া টিন্টু ও সুপর্ণা বড়ুয়ার বাবা।

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রমথ বড়ুয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, প্রমথ স্যারের ছাত্র কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও ছড়াকার দর্পণ বড়–য়া, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, খিজারীয়ান’৮৬ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সুনীল বড়–য়া, অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব (এসিস্ট্যান্ট চীফ) আব্দুল মান্নান, রামু রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ প্রমুখ। এছাড়া রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রজন্ম’৯৫, মৈত্রী’০২, এসএসসি ব্যাচ ১৯৯০ সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রিয় স্যারের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

 

পাঠকের মতামত: