ঢাকা,রোববার, ৫ জানুয়ারী ২০২৫

স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস দেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া ::  পেকুয়ায় মালেশিয়ায় অবস্থান করা স্বামী আবুল কাশেমের সাথে মোবাইলে কথা বলতে বলতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী ববি আক্তার (২২)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ববি আক্তার চকরিয়া উপজেলার বদরখালী ইউপির ৩নং ঘোনার ছৈয়দ মিয়ার মেয়ে। পেকুয়া থানা পুলিশ রাতেই নিহত ববি আক্তারের লাশ উদ্ধার করেন। সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছেন।

তবে নিহতের পিতা ছৈয়দ মিয়া দাবী করেছেন, বিগত দুই বছর আগে তার মেয়ের সাথে কাশেমের বিয়ে হয়। ১৬ মাস আগে স্বামী মালেশিয়ায় চলে যায়। বিয়ের পর থেকে একদিনের জন্যও পিতার বাড়িতে বেড়াতে যেতে পারেনি আমার মেয়ে। এক প্রকার গৃহবন্ধী হিসাবে জীবন পার করেছে তার শিশু সন্তানের মুখের দিকে থাকিয়ে। সর্বশেষ তাকে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। আমি মেয়ে হত্যার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: