কক্সবাজার জেলা প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে স্কুলছাত্রের বড়শিতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি এক হাজার টাকা কেজি দরে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
আজ শুক্রবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে মানিক নামে এক স্কুলছাত্রের বড়শিতে কোরাল মাছটি ধরা পড়ে। মাছটি মুগ্গুল হোসাইন নামে এক ব্যবসায়ী ২০ হাজার টাকায় কিনে নিয়েছেন।
ব্যবসায়ী মুগ্গুল হোসাইন বলেন, শুক্রবার সকালে স্কুলছাত্র মানিকের কাছ থেকে ৮০০ টাকা কেজি দরে ২০ কেজির কোরালটি কিনি। পরে হ্নীলা বাজারে এনে মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে ২০ হাজার টাকায় বিক্রি করি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারি বলেন, শুক্রবার সকালে এক স্কুলছাত্র বড়শি দিয়ে মাছ ধরতে যায়। ওই ছাত্রের বড়শিতে ২০ কেজি ওজনের কোরাল মাছটি উঠে আসে।এতে ছাত্রটি খুবই খুশি হয়েছে।
পাঠকের মতামত: