ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সৌদি আরবে মিসাইল হামলা, বহু হতাহত

Huthi-misile_1ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সেনাদের গত ১৬ মাসের যুদ্ধে এই প্রথমবারের মতো সৌদি মাটিতে মিসাইল হামলা চালিয়েছে হুতিরা। এতে দেশটির একটি সেনাঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও বেশকিছু সৌদি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল মাসদার নিউজ।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান প্রদেশের আহাদ আল-মাসারিয়াহ সেনাঘাঁটিতে টচকা ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এতে সেনাবাহিনীর কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে এবং অনেক সেনা নিহত হয়েছে।

সৌদি আরবের মাটিতে সাধারণত হামলা চালায় না সীমান্তবর্তী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে বেশকিছু যুদ্ধ সংঘটিত হওয়ার পর সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে হুতিরা।

– বাংলামেইল

পাঠকের মতামত: