ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সেন্টমার্টিনদ্বীপে আটকা থাকা ১২ শতাধিক পর্যটকরা ফিরছেন

টেকনাফ সংবাদদাতা :: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে স্বেচ্ছায় আটকে থাকা ১২ শতাধিক পর্যটক টেকনাফে ফিরছেন। তবে ৩ দিন ধরে আটকা পর্যটকরা ফিরে আসলেও সেন্টমার্টিনদ্বীপে নতুন করে ভ্রমণে যাওয়া প্রায় ৪ হাজার পর্যটক বর্তমানে সেন্টমার্টিনদ্বীপে রয়েছে।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) ৬টি জাহাজে করে তারা ফিরছেন। জাহাজগুলো হচ্ছে- কর্ণফুলী, কেয়ারী সিন্দবাদ, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন, সুগন্ধবাবু, ফারহান—২, পারিজাত।

সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ নুর আহমদ চকরিয়া নিউজকে জানান, আজ মঙ্গলবার দুপুরে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে ৪ হাজার পর্যটক নিয়ে পর্যটকবাহী ৬টি জাহাজ সেন্টমার্টিনদ্বীপে আসে। এই ৬টি জাহাজে করে গত ৩ দিন ধরে আটকা থাকা পর্যটকরা বিকাল পৌণে ৫টায় সেন্টমার্টিনদ্বীপ জেটিঘাট থেকে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এখন থেকে নিয়মিত জাহাজ চলাচল করবে।

পাঠকের মতামত: