ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার মিয়ানমার সীমান্তে আটকা

টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে মিয়ানমার সীমান্তের নাইক্ষংদিয়ায় একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়েছে।

যাত্রীবাহী ট্রলারটিতে ২৫ থেকে ৩০ জন আছে। মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১১ টায় এ তথ্য জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টায় একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে আসেন। নৌপথের মিয়ানমারের সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংদিয়ার একটি চরে আটকে পড়ে। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
ওই ট্রলারে ২৫ থেকে ৩০ জন যাত্রী রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অপর একটি ট্রলারে উদ্ধারে গেলে দ্বিতীয় ট্রলারটিও চরে আটকে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার তৎপরতা রয়েছে। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। শঙ্কার তেমন কারণ নেই।

পাঠকের মতামত: