উখিয়া প্রতিনিধি :: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের নীলিমা রিসোর্ট পরিদর্শন করেছেন র্যাবের তদন্ত দল। শনিবার দুপুরে প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন তদন্ত কর্মকর্তারা।
রিসোর্টের দুই কর্মচারীকে পুলিশের করা মাদক মামলার সাক্ষী। তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তরা। এদিকে, হত্যা মামলায় পুলিশের আরো ৩ সাক্ষীকে আবারো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব।
প্রথমে কক্সবাজার কারাগার থেকে তাদের নিয়ে যাওয়া হয় জেলা সদর হাসপাতালে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২৫ আগস্ট এই তিন সাক্ষীর আবারো চার দিন কোরে রিমান্ড মঞ্জুর করে আদালত। ৩ সাক্ষী হলেন টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।
এদিকে, বরখাস্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলালের দ্বিতীয় দিনের রিমান্ড চলছে। শুক্রবার ওসি প্রদীপসহ প্রধান ৩ আসামির তৃতীয় দফায় ৩ দিন কোরে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়াও এ মামলায় কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়ার ৪ দিনের রিমান্ড মঞ্জুর হলেও এখনো তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়নি।
পাঠকের মতামত: