ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সাড়ে ৬কোটি টাকা আত্নসাৎ মামলায় ম্যানগ্রোভের সাবেক এমডি মোজাম্মেল হক ফের কারাগারে 

কক্সবাজার প্রতিনিধি ::  চকরিয়ার ম্যানগ্রোভ এসেটস লিঃ এর বহিস্কৃত সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল হকের জামিন বাতিল করে ৪ সেপ্টেম্বর, রবিবার ফের জেলহাজতে পাঠিয়েছেন কক্সবাজার জজ কোর্টের মাননীয় জেলা জজ।

গত ২০২১ সালে কোম্পানির দায়ের করা ৬ কোটি ছাপ্পান্ন লাখ টাকা অর্থ আত্নসাত মামলায় বিগত বছর গ্রেফতার হলে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিল কক্সবাজার জজ কোর্টের মাননীয় জেলা জজ আদালত।

দীর্ঘদিন যাবৎ সময়ক্ষেপণ এবং শর্তপূরন না করায় তার জামিন বাতিল করে তাকে পূনরায় জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে তিন কোটি আটাশ লাখ টাকার চেক প্রতারণাসহ আরো একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন ম্যানগ্রোভ এসেটস লিঃ এর কর্মকর্তারা।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু বিষয়টি স্বীকার করেন।

পাঠকের মতামত: