ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

সাড়ে ২৯ লাখ টাকা ও ১২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ সংবাদদাতা ::
টেকনাফে ১২ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২৯ লক্ষ ৫৭ হাজার ৩শ টাকাসহ লায়লা বেগম (৩২) নামের নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) ভোর আড়াইটায় অভিযান চালানো হয়।
লায়লা বেগম হোয়াইক্যং পূর্ব সাতঘড়িয়া পাড়ার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নুরুল আলমের স্ত্রী।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোর রাত আড়াই টায় তারই নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) এ বি এম এস এম দোহা, পরিদশর্ক (অপারেশন) শরীফ ইবনে আলম, উপ-পরিদশর্ক সুব্রত রায়সহ একদল পুলিশ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্বসাতঘরিয়াপাড়ার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
ওসি রনজিত কুমার বড়ুয়া আরও বলেন, ইয়াবা, নগদ টাকাসহ আটক নারী ও বাড়ীর মালিক অর্থাৎ লায়লা বেগম এর স্বামী নূরুল আলমকে পলাতক আসামী করে মাদকসহ সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।
লায়লা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নেতৃত্বে রয়েছে শক্তিশালী মাদক সিন্ডিকেট। কৌশল এসেই দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল।
দীর্ঘদিন ধরে চেষ্টা করেও মাদক ব্যবসায়ী লায়লাকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

পাঠকের মতামত: