ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

সাতকানিয়ায় সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ১৪ আসামী গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি ::  সাতকানিয়ায় মাদক ও পাসপোর্ট জালিয়াতির মামলায় ২ বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীরের নেতৃত্বে এসআই ইয়ামিন সুমন, আবদুল করিম, আহসান হাবিব, মাহাবুবুর রহমান, অনুপম দাশ, রমজান আলী, মশিউর রহমান, নজরুল ইসলাম, আক্কাস আলী, এএসআই জিহাদ আলী, আমিরুল ইসলাম ও সাইফুল ইসলাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত ২ জনসহ মোট ১৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো সাতকানিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ছদাহা রোয়াজির পাড়ার মো. মমতাজের পুত্র মো. সুমন (৪০), পাসপোর্ট জালিয়তির ঘটনায় পতেঙ্গা থানার মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ছৈয়দাবাদের মৃত আবুল খায়েরের পুত্র মাহামুদুল হক (৫৫), ১ বছরের সাজাপ্রাপ্ত দক্ষিন চিব্বাড়ি খন্দকার পাড়ার মৃত আবদুল জাব্বারের পুত্র আবদুল আজিজ (৫০) ও ওয়ারেন্টভুক্ত আসামী দক্ষিন ঢেমশার মৃত সৈয়দ আহমদের পুত্র মো. আবু তৈয়ব (৩৫), একই ইউনিয়নের হাজারখীল এলাকার মৃত টুনু মিয়ার পুত্র মো. মাসুম (২৮), লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চৌকিদার পাড়ার বজলুর রহমানের পুত্র রহমত আলী (৫২), চরতি সুইপুরার মৃত আবদুর রহমানের পুত্র আবদুর রহিম (৬০), মধ্যম রামপুরের আহমদ হোসেনের পুত্র আবদুল হান্নান (৩৪), ছোট ঢেমশার মৃত আশরাফ জামানের পুত্র নুরুল আমিন (৬০), ছদাহা ছৈয়দাবাদের মৃত আদু মিয়ার পুত্র মো. আমিন (৩৫), দক্ষিন রূপকানিয়া মাইজ পাড়ার ফারুখ আহমদের পুত্র মো. আনিছ (৩৪), মো. শফির পুত্র মো. ফেরদৌস (৩৭), সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ির আবুল বাশারের পুত্র মো. তৌহিদুল ইসলাম সোহেল (২৯), ও সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়া পাড়ার আবুল কাশেমের স্ত্রী আছিয়া খাতুন (৩৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীর জানান, চট্টগ্রাম জেলা পুলিশ কৃর্তক ঘোষিত চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।’

পাঠকের মতামত: