নিউজ ডেস্ক ::
বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষায় এ নিষেধাজ্ঞা শুরু হবে আগামী ২০ মে থেকে। শেষ হবে ২৩ জুলাই।
ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য -২ (আইন) অধিশাখা।
বঙ্গোপসাগরের ৬৫ দিন মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় প্রজ্ঞাপনে।
এই ৬৫ দিন বঙ্গোপসাগরের কোনো স্থানেই যান্ত্রিক এমনকি ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়েও মাছ শিকার করা যাবে না। শুধু বঙ্গোপসাগর নয় বঙ্গোপসাগরের কুতুবদিয়া এবং মহেশখালী মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
পাঠকের মতামত: