ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

সাংসদ আশেক উল্লাহ রফিক ও সুপার মোঃ শোয়াইব সিদ্দিকীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

„„„„„„বার্তা পরিবেশক ::
কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক (এমপি) ও মৌং আবুল আনছার মোঃ শোয়াইব সিদ্দিকীর রোগমুক্তি কামনায় কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত শনিবার মধ্যরাতে হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে রবিবার দুপুর ১২টার সময় এয়ারএ্যাম্বুলেন্স যোগে ঢাকাস্থ স্কোয়ার হসপিটালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এমপিকে।একই দিন কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার আবুল আনছার মোঃ শোয়াইব ছিদ্দিকীকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত মাদ্রাসার প্রতিষ্টাতা ও সভাপতি মৌং আজিজুল হক সিদ্দিকী বিশেষ মোনাযাতের মাধ্যমে কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ মাটি ও মানুষের প্রিয় নেতা প্রধানমন্ত্রি শেখ হাসিনার আস্থার প্রতিক আশেক উল্লাহ রফিক এমপির রোগমুক্তি কামনা করেছেন।এতে উপস্থিত শিক্ষকবৃন্দরা হলেন সহ-সুপার মৌং আমান উল্লাহ কুতুবী, মৌং কামাল হোসাইন, মৌং গিয়াস উদ্দিন, মৌং ফরিদুল আলম জেহাদী, মৌং কামাল হোসাইন, মৌংশফিউল আলম, মৌং শরিফ মোঃ তোহা, মৌং সাবের, মোঃ জকরিয়া, মোঃ কলিম, মোঃ নাছির, মোঃ মোজাম্মেল হক, হাফেজ মোঃ ফারুক প্রমুখ।

পাঠকের মতামত: