ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সাংবাদিক বশির আল মামুনের মাতা আর নেই, চকরিয়া প্রেসক্লাবের শোক

চকরিয়া অফিস ::  দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার সাংবাদিক বশির আল মামুন ও চকরিয়া সুপার মাকের্টের স্বত্বাধিকারী সাবেক ব্যাংকার এবিএম সাকেরের মাতা মরহুম ফকির মোহাম্মদ সওদাগরের স্ত্রী ছাইরা খাতুন (৯৪) আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫মিনিটে চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা সওদাগর পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি——-রাজেউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে চার পুত্র সহ অসংখ্যা আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান। আগামীকাল শুক্রবার সকাল দশটায় হালকাকারা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে সাংবাদিক বশির আল মামুনের মাতার মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিদারা হলেন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, সিনিয়র সহ-সভাপতি এসএম হানিফ, সহ-সভাপতি রফিক আহমদ. চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক-মুকুল কান্তি দাশ, মো.মনজুর আলম, অর্থ-সম্পাদক এম জিয়াবুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.মনছুর আলম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পী শাহরিয়ার, নির্বাহী সদস্য এমআর মাহমুদ, এএম ওমর আলী, একেএম ইকবাল ফারুক ও মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক। নেতৃবৃন্দরা শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকের মতামত: