ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সরকারের উন্নয়নমুখি কর্মকান্ডের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে -রামুতে এমপি কমল

রামু প্রতিনিধি ::
কক্সবাজার -৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন- রামুতে সেনানিবাস, বিজিবির সদর দপ্তর, বিকেএসপি, রেললাইন সহ সরকারের বড় মেঘা প্রকল্প ও উন্নয়নমুখি কর্মকান্ডের ফলে ব্যবসার প্রসার লাভ করেছে। এতে বেকারত্ব কমেছে, বেড়েছে কর্মসংস্থান। ব্যবসায়িরাও এখন উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছে।

রামুতে অন্যান্য উপজেলার চাইতে ব্যবসার পরিবেশ অনেক উন্নত ও সুন্দর। কেবলমাত্র ব্যবসায়িরা কৌশলী, উদ্যোমী ও আন্তরিক হলে এখানে ব্যবসা-বাণিজ্য আরো ব্যাপক আকারে বৃদ্ধির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে রামু ব্যবসায়ী পরিষদের ঈদ পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এসব কথা বলেন। নাইক্ষ্যংছড়ি উপবন লেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু ব্যবসায়ী পরিষদের সভাপতি এচারুল হক এচার। সাধারণ সম্পাদক আবুল কাউছার খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন -ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ক্রীড়া সংগঠক রুহুল আমিন রকি, ইউপি সদস্য রাবেয়া বসরী, ব্যবসায়ি মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রামু ব্যবসায়ী পরিষদের উপদেষ্টা মো. ইব্রাহিম, নজিবুল আলম, মো. জুনাইদ, আবু ছৈয়দ, হাবিব উল্লাহ, মোহাম্মদ হোছাইন, সাবেক মেম্বার নুরুল হক, আবছার কামাল, মোহাম্মদ হোছাইন, গিয়াস উদ্দিন, সংগঠনের সহ সভাপতি আমান উল্লাহ আমান, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, প্রচার ও দপ্তর সম্পাদক রাগিব হাসান ঈশান, ক্রীড়া সম্পাদক শামসুল আলম, সিনিয়র সদস্য মো. শালেক, মোহাম্মদ জাহেদ, আবদু শুক্কুর ও জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ রমজান প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এমপি কমল রামু ব্যবসায়ীদের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন।

পাঠকের মতামত: