নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে যেমন দেশের অগ্রগতি উন্নয়ন সাধিত হচ্ছে, তেমনি তাঁর সরকারের আমলে কৃষিখাতে অভাবনীয় বিপ্লব ঘটেছে। তাঁর প্রমাণ বাংলাদেশ এখন খাদ্য স্বনির্ভতা অর্জন করেছে। দেশের কোন খাদ্য ঘাটতি নেই। বহিবিশে^ বাংলাদেশ ইতোমধ্যে চাল রপ্তানীও করছে। এসব অর্জনে পেছনে শুধুই প্রশংসার দাবিদার সরকার প্রধান দেশরত্ম শেখ হাসিনা।
তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকার আমলে বিনামুল্যের সারের জন্য কৃষকদের প্রাণ দিতে হতো। সেখানে শেখ হাসিনা সরকার কৃষকের ঘরে ঘরে সার বীজ পৌঁছে দিচ্ছে। প্রণোদনা ও ভুতর্কির মাধ্যমে শেখ হাসিনা সরকার দেশের প্রাণ কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। আজ কৃষকরাও ভালো ফলন উৎপাদনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বি হচ্ছে। সোমবার পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর আয়োজিত উপজেলাপর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় নবনির্মিত উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জাফর আলম এসব কথা বলেন।
কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.এখলাছ উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাংগীর আলম, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুর্বিতা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উন্মে কুলছুম মিনু।
পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, এমপির একান্ত সচিব আমিন চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী, টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের উপসহকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতাকর্মী এবং কৃষক নেতৃবৃন্দ।
আলোচনা সভার আগে সাংসদ জাফর আলম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও উপস্থিত সুধীজন সবাইকে নিয়ে ফিতা কেটে নবনির্মিত পেকুয়া উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। ##
পাঠকের মতামত: