নিজস্ব প্রতিবেদক :: সারাবিশ্বের মত মরণঘাতী করোনাভাইরাসের কবলে বাংলাদেশেও। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ জন, মারা গেছেন ৫ জন। দেশের এমন কঠিন সময়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন কিছু পেশার মানুষ। তাদের আত্মত্যাগ ও অবদানের জন্য ধন্যবাদ দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বিশ্বের সকল খেলাই বন্ধ। তাই সব খেলোয়াড়রাই কোয়ারেন্টাইনে। এ সময়ে সকল তারকারাই তাদের জায়গা থেকে মানুষকে সচেতন ও সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশের খেলোয়াড়রাও কম যান না। তারাও দলীয় ভাবেও ব্যক্তিগিত ভাবে মানুষকে সাহায্য করে যাচ্ছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেক এগিয়ে বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি তো একজন জনপ্রতিনিধি ও।
এ ঝুঁকির মধ্যে থেকে কাজ করা পাঁচ পেশার মানুষকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মোর্ত্তজা ।
যাতে লেখা রয়েছে, ‘ডাক্তার, নার্স, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং সংবাদকর্মীদের আমাদের সুরক্ষিত রাখার জন্য বড়সড় ধন্যবাদ।’
একইসঙ্গে অন্যান্য যারা করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন তাদের সমর্থন ও উৎসাহ যোগাতেও ভুল করছেন না মাশরাফী।
পাঠকের মতামত: