ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

শোডাউনের দায়ে চকরিয়ায় কাউন্সিলর প্রার্থীকে ৩০হাজার টাকা জরিমানা

ddddddddএম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়ায় নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্গন করে বিশাল শোডাউনের অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নুরুল আমিন (উটপাখি) নামের এক কাউন্সিলর প্রার্থীকে ৩০হাজার টাকা অর্থ জরিমানা করেছে।

মঙ্গলবার রাতে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। ওইসময় আদালতের সাথে অভিযানে অংশ নেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটানিং কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন এবং থানা পুলিশের একটিদল।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্গন করে বিশাল শোডাউন করার অভিযোগ পেয়ে তাৎক্ষনিক পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন আদালত। ওইসময় কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থনে একটি বিশাল শোডাউন আদালতের নজরে আসে। এসময় অভিযুক্ত কাউন্সিলর প্রার্থীকে ৩০ হাজার টাকা অর্থ জরিমানা করেন আদালত।

পাঠকের মতামত: