এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উৎসব মুখর আয়োজনে বিশাল ইফতার পাটির আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে চকরিয়া এটিএন পার্ক মিলনায়নে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ সম্পাদক মো.নুরুল আবছার, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চকরিয়া ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসনি বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেয়াজ তালুকদার, প্রচার সম্পাদক মোহাম্মদ মুছা, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভিপি রোস্তম শাহরিয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক, বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান বদিউল আলম, পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভা আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন, যুগ্ম সম্পাদক হাজি জালাল উদ্দিন, আবদুল হামিদ, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাষ্টার আবদুল জলিল, খুটাখালী আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক বশির আহমদ, সাধারণ সম্পাদক বেলাল আজাদ, ডুলাহাজারা আওয়ামীলীগের সভাপতি হাজী জামাল হোছাইন, সাধারণ সম্পাদক সাইফুল এহেছান, ফাসিয়াখালী আওয়ামীলীগের সভাপতি মেম্বার সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, লক্ষ্যারচর আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক খ.ম বুলেট, কৈয়ারবিল আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, বরইতলী আওয়ামীলীগের সভাপতি মাস্টার বেলাল আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আলম, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ, দারুসচ্ছালাম মো,রফিক, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, মাতামুহুরী উপজেলা যুবলীগের আহবায়ক আনসারুল করিম, যুগ্ম আহবায়ক কাইসারুল হক বাচ্ছু, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, প্রচার সম্পাদক আরিফ মাইন উদ্দিন রাসেল, পৌরসভা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আবুল হাশেম, পৌরসভা আওয়ামীলীগের সদস্য কবিরাজ ফজল করিম চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক হোসেন সাজিব, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, মাতামুহুরী ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল প্রমুখ। এছাড়াও উপজেলার প্রতিটি ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর এবং সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সোসাইটি শাহী জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ বশির আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার দক্ষ নেত্বত্বে চকরিয়া-পেকুয়া মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মী এখনো অবিচল রয়েছে। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং আগামী নির্বাচনে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন। কিন্তু নেতাকর্মীকে ঐক্য বিনষ্ট করতে ইদানিংকালে কিছু নেতাকর্মী চকরিয়া পেকুয়া উপজেলার আওয়ামীলীগের রাজনীতি নিয়ে ঘোলা পানি মাছ শিকার করতে শুরু করেছে।
তিনি বলেন, আওয়ামীলীগের ভেতর কোন ধরণের বিভেদ নেই, তবে নেতাকর্মীদের মাঝে মতানেক্য থাকতে পারে, তা আলোচনায় সমাধান করা সম্ভব। চকরিয়া উপজেলা আওয়ামীলীগের বিশাল ইফতার মাহফিলের এ অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আগামীতে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে চকরিয়া-পেকুয়া উপজেলার আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীকে দলের জন্য নিবেদিতভাবে কাজ করার আহবান জানান এমপি জাফর আলম।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলা এবং চকরিয়া পৌরসভা এবং মহিলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, পেশাজীবি, নানা শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
পাঠকের মতামত: