ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিশুসহ ৮৬ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত

22টেকনাফ প্রতিনিধি ::::

শিশুসহ ৮৬ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠিয়েঠে বিজিবি। মঙ্গলবার ভোরে নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে কক্সবাজারের টেকনাফে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ব্যবহৃত দুই নৌকাও জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, নাফনদীর সীমান্ত অতিক্রম করে মঙ্গলবার ভোরে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার ৫ নং সুইচ গেইট, ও হ্নীলার ওয়াব্রাং এলাকা দিয়ে নৌকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৮৬  মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের দুপুরে নিজ সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত: