ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির আসনে আরোহণ করতে পারে না -চকরিয়ায় ধর্ম উপদেষ্টা

পাঠাগার সমৃদ্ধির জন্য  পর্যাপ্ত বই চান,কোন ধরনের বই  চান চাহিদাপত্র দেবেন,   লাইব্রেরীর জন্য বই এর ব্যবস্থা করে দেব,  বহু ধনী লোক আমার  সাথে পরিচয় আছে।
আর একাডেমী ভবনের কথা বলেছেন, আপনাদের স্থান নাই  স্থান কি আছে ,জায়গা আছে , আমাদের সচিব মহোদয়  আছেন সামনে ফ্যাসালেটিস  ডিপার্টমেন্টকে আমরা বলব আপনারা আবেদন করবেন  আমরা অনুরোধ করতে পারি ভবনের ব্যবস্থা করেদিবে।
ইউএনও সাহেবকে বলেছি  আপনাদের উন্নয়নের জন্য গমের  ব্যবস্থা করে দেবেন অল্প সমযের ভিতরে তাড়াতাড়ি আবেদন করেন মাঠের উন্নয়নের  জন্য গম বরাদ্দ দেবেন।   শনিবার (১৯ অক্টোবর২৪) দুপুরে ১২ টায় কক্সবাজারের  চকরিয়া উপজেলার  পৌরশহর প্রাণকেন্দ্রে অবস্থিত  গ্রামার স্কুলে  রোকসানা স্মৃতি পাঠাগার উদ্বোধন উপলক্ষে গ্রামার স্কুলের মাঠে আযোজিত  এক সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত  এ কথা বলেন তিনি।
গ্রামার স্কুলের  অধ্যক্ষ রুহুল আমিনের   সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার,। এসময়
অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন- উপদেষ্টার  একান্ত সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সাদেক আহাম্মদ,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, গ্রামার  স্কুলের প্রধান শিক্ষক রফিকুৱ,  ইসলাম, চকরিয়া কলেজের সাবেক প্রভাষক শামসুল হুদা। এ আগে ফুলদিয়ে বরণ করেন গ্রামার স্কুল শিক্ষার্থীরা, প্রধান অতিথিকে ক্র্যাস্ট প্রদান করেন প্রধানশিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে শেষে শনিবার  বিকালে চকরিয়া ও পেকুয়া শহীদ পরিবারদের সাথে দেখা করেন তিনি।
 উল্লেখ্য যে  গত ৫ অক্টোবর  গত সরকার পতনে  ছাত্র -জনতার আন্দোলনে   নিহত  হওয়া  চকরিয়া ও পেকুয়ার  দুই  শহীদ পরিবারের মাঝে৷ নিজস্ব তহিবিল হতে ৪ লাখ টাকা প্রদান করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় অতিরিক্ত সচিব উন্নয়ন আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন। ##৳

পাঠকের মতামত: