ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

শাপলাপুর মৌলভীকাটায় বজ্রপাতের আঘাতে নিহত-২ আহত ১

সরওয়ার কামাল, মহেশখালী ::  মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটায় বজ্রপাতের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। মারাত্মকভাবে আহত হয়েছে আরো একজন। ৫ই আগস্ট  বিকাল ৫টার দিকে শাপলাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভীকাটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো: হোসেন বিষয়টি নিশ্চিত করছেন। নিহতরা হলেন- ওই এলাকার সরওয়ার কামালের পুত্র ওসমান গণি (১৩) ও আবদুল জব্বারের মেয়ে সাদিয়া আকতার (১২)। আহত হয়েছে সাদিয়ার ছোটবোন সায়মা আকতার (১০)। ইউপি সদস্য মো: হোসেন জানান, গ্রামের পাশের পরিত্যক্ত ধান জমিতে ছাগল চরাচ্ছিল ওসমান গণি। তার পাশে খেলছিল সাদিয়া ও তার বোন সায়মা। এর মধ্যে আকস্মিকভাবে বজ্রপাত হলে তিনজনই আক্রান্ত হয়। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যায় সাদিয়া ও ওসমান গণি এবং মারাত্মকভাবে আহত হয় সায়মা। তাকে উদ্ধার মুর্মূর্ষু অবস্থায় মহেশখালী সদর হাসপাতালে নেয়া হয়েছে।

পাঠকের মতামত: