ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি ::

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আরাফাত (২৮) করিম নামে কক্সবাজার জেলা জজ আদালতে কর্মরত শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩১আগষ্ট) দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত মোঃ আরাফাত ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ছৈয়দ করিমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের সহকর্মী এডভোকেট রেজাউল করিম রেজা।
তিনি জানান, বাড়িতে পড়ে থাকা একটি সংযোগ তারে অসতর্কতা বশতঃ স্পর্শ হওয়ায় সাথে মারাত্মক আহত হয়। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পুরো এলাকা ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমেছে।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার এশার নামাজের পর নিজ এলাকায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত: