ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শনিবার থেকে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব নিচ্ছে সেনা বাহিনী

rohhhইমাম খাইর :
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফেরাতে শনিবার থেকে সেনা বাহিনী দায়িত্ব নিচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আলী হোসাইন।

তিনি বলেন, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। এত বড় একটা কাজে শৃঙ্খলা আনতে সেনা বাহিনীকে দায়িত্ব দেয়ার দাবী ওঠে। দুর্যোগকালীন সময়ে মানবিক দিক বিবেচনা সেনা বাহিনী দায়িত্ব পালনের বিধান রয়েছে।

তিনি আরো বলেন, উখিয়া-টেকনাফের প্রায় ৭০ কিলোমিটার রোহিঙ্গা অনুপ্রবেশ পথ। রোহিঙ্গাদের মানবিক কারণে সহায়তা দিচ্ছি। ত্রাণ বিতরণের জন্য ১২ পয়েন্ট ঠিক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক এসব কথা বলেন।

পাঠকের মতামত: