ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

শতভাগ সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়

ডেস্ক নিউজ ::   পৃথিবীর কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, যা নিয়ে কারও প্রশ্ন থাকবে না। গতকাল শুক্রবার সকালে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কর্মশালায় তিনি এ কথা বলেন। কবিতা খানম বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন কোনো দেশেই হয় না; আমাদের দেশেও হবে না। আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমুলক নির্বাচন আমরা চাই, যেটি সব প্রশ্নের ঊর্ধ্বে থাকে। নির্বাচনে উৎসবের আমেজ যেন কোনোভাবে বৈরী হয়ে না ওঠে, সে বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারদের সতর্ক থাকার আহ্বান জানান এ নির্বাচন কমিশনার। তিনি বলেন, বাংলাদেশে আজ নির্বাচনের হাওয়া বইছে। সংসদ গঠন না হওয়া পর্যন্ত এই হাওয়াটা যেন কোনোভাবেই বৈরী না হয়- এ নির্দেশনা অবশ্যই আপনাদের প্রতিপালন করতে হবে। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে বা অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে আপনারা কোনও জাজমেন্ট করবেন না। সবার জন্য সমান আচরণ যেন থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, দায়িত্ব পালনে যেন এতটুকু অবহেলা না হয়। একটি সুষ্ঠু নির্বাচন ও গ্রহণযোগ্য নির্বাচন তুলে আনার ক্ষেত্রে আপনারা সৎ থাকবেন।

পাঠকের মতামত: