ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ার দৈনিক আজাদী প্রতিনিধি মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আর নেই, চকরিয়া নিউজের শোক

চকরিয়া নিউজ ডেস্ক ::  দৈনিক আজাদী লোহাগাড়া প্রতিনিধি মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহে…রাজেউন)। ১১ নভেম্বর সোমবার সকাল ৮টায় পুরান থানা ডায়বেটিক হাসপাতাল সংলগ্ন ভাড়া বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিনের পাড়ার মৃত আবদুছ ছাত্তারের ১ম পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। আগামীকাল ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আমতলী ইয়াছিনের পাড়া সরকারী প্রাথমিক স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

জানা যায়, মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন সুদীর্ঘ ২৮ বছর যাবত দৈনিক আজাদীর লোহাগাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

চকরিয়া নিউজ পরিবারের শোক ::

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিন যুগের অধিক সময়ের প্রবীন সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুতে চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি গভীর শোক প্রকাশ করেছেন। আল্লাহ পাক যেন তাকে বেহেস্ত নসিব করেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সম্পাদক সামশুদ্দীন মাহমুদ লিটন ও বার্তা সম্পাদক তৌফিকুল ইসলাম লিপু প্রমুখ।

চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির শোক ::

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিন যুগের অধিক সময়ের প্রবীন সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুতে চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি গভীর শোক প্রকাশ করেছেন। আল্লাহ পাক যেন তাকে বেহেস্ত নসিব করেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি জাকের উল্লাহ চকোরী, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এম ওমর আলী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক জহিরুল আলম সাগর প্রমুখ।

পাঠকের মতামত: