ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লোহাগাড়া থানা পুলিশের “ওপেন হাউজ ডে” পালিত

মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে ঃ পুলিশ সপ্তাহ উপলক্ষে লোহাগাড়া থানা পুলিশের সারাদিন ব্যাপী ওপেন হাউজ ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আজ ০৪ ফেব্রুয়ারী সকাল ১১টায় লোহাগাড়া থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ, লোহাগাড়া ট্রাফিক বিভাগের টিআই মুহাম্মদ মুজিবুর রহমান, থানা পুলিশ পরিদর্শক তদন্ত জহির উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন- লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আরমান বাবু রোমেল, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ. ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,যুদ্ধকালীন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, নারীনেত্রী ইউপি সদস্য জেসমিন আক্তার।

এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী, থানার সকল পুলিশ সদস্য, সাংবাদিক মহল ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ধারাভাষ্যকার সেলিম উদ্দিন ।

পাঠকের মতামত: