ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় ৮০ পিস ইয়াবা সহ টেকনাফের গিয়াস আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ::

বান্দরবানের লামায় ৮০ পিস ইয়াবা সহ গিয়াস উদ্দিন (৪১) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ অক্টোবর) ভোর রাতের সময় লামা পৌরসভার লাইনঝিরি রওজাঝিরি এলাকার হারুণের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক গিয়াস উদ্দিন কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মৃত নজু মিয়ার ছেলে।

থানা পুলিশ জানায়, রাতে মাদক পাচার রোধ ও বিশেষ অভিযানে বের হয় লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা লাইনঝিরি রওজা পাড়ার হারুনের বাড়ির সামনে রাস্তায় গিয়াস উদ্দিনকে দেখতে পেয়ে তাকে তল্লাশী করে। এসময় তার শার্টের পকেটে সিগারেটের প্যাকেটের মধ্য হতে ৮০ পিস ইয়াবা পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ৮০ পিস ইয়াবা সহ গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। সে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত: