ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায় ফাইতংয়ে বন্যহাতির আক্রমণে ১ জন নিহত

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :: বান্দরবানের লামাতে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ফাইতং এলাকাতে এই ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি ফাইতং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফাদুর বাগান পাড়া এলাকার বাসিন্দা চিংমং মার্মার ছেলে চিংসাথুই মার্মা।

জানা গেছে, সোমবার গভীর রাতে ফাদুরপাড়া এলাকায় হাতির পাল লোকালয়ে নেমে এসে তান্ডব চালিয়েছিল। এ সময়ে হাতির ভয়ে বাড়ী থেকে পালাতে গিয়ে চিংসাথুই মার্মা হামলার শিকার হয়।

এসময় আহত আবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তারগণ তাকে মৃত্ ঘোষণা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় চেয়ারম্যান ওমর ফারুক। উল্লেখ্য যে গত তিন দিন আগে আজিজনগরেও বন্যহাতির আক্রমণে আরো একজন প্রাণ হারিয়েছে ।

পাঠকের মতামত: