ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামা ফাইতং ও মহেশখালীর ২ কারবারী ইয়াবাসহ আটক বাঁশখালীতে

নিজস্ব প্রতিবেদক ::
বাঁশখালীতে ২ হাজার ২ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের পাকা রাস্তা এলাকায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বান্দরবান জেলায় লামা উপজেলার ফাইতং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মো. শফির ছেলে মো. আইয়ুব (২৮), চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৪৫) ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোন ৪ নম্বর ওয়ার্ডের চরপাড়ার মৃত বদরুজ্জামানের ছেলে মোহাম্মদ হুসেন (৪২)।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, খবর পেয়ে পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের পাকা রাস্তা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এসময় ২ হাজার ২ শ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকের মতামত: