ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এলাকাবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্যতা

লামা ফাঁসিয়াখালীর দুর্গম পাহাড়ে নতুন মসজিদ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: দূর্গম পাহাড়ী অঞ্চল হলেও হাজারো মানুষের বসবাসের সমাগম রয়েছে এলাকায়। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ফজলুল কাদেরের জমিদানসহ নিজস্ব অর্থায়নে নির্মিত নতুন মসজিদটি উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ নভেম্বর জুমার নামাজ পড়ার মধ্যদিয়ে এ মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে নব নির্মিত মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য ছুটে আসতে থাকে এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লিগন। নামাজ শেষে আগত সকল মুসল্লিদের জন্য মেজবানী খাবারের আয়োজন করা হয়েছিল। জুমার নামাজ শেষে মসজিদ নির্মাণের জন্য জমি ও অর্থদাতা শিল্পপতি ফজলুল কাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন স্থানীয় লোকজন।
পাহাড়ী এলাকায় নবনির্মিত বায়তুল কাদের জামে সমজিদ উদ্ধোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, মসজিদের অর্থদাতা ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ফজলুল কাদের, লে.কর্ণেল মজিবুর রহমান, চট্টগ্রাম ইসলামী বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শফিউর রহমান ও অধ্যাপক ছরওয়ার আলম, চট্রগ্রাম শাহাজালাল ইসলামী ব্যাংকের এবিপি আবদুল কাদের, লামা ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূরুল আখের, স্থানিয় ইউপি সদস্য আবদুর রহিম, মসজিদের সার্বিক তত্বাবধায়ক আবদুর রাজ্জাক বাবু সওদাগর, চকরিয়া রয়েল কম্পিউটারের স্বত্বাধিকারী মোহাম্মদ ইছাক, চকরিয়ার ছাত্রলীগ নেতা ম.ত.ই তাওহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: