ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লকডাউনের তৃতীয় দিনেও মাঠ জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিউজ ডেস্ক ::
করোনা সংক্রমন রোধে চলছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন)। সারাদেশের ন্যায় এই কঠোর লকডাউনের তৃতীয় দিনেও শনিবার সকাল থেকে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

এদিকে শনিবার সকাল থেকে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে জেলা এবং পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছেন। ডিসি ও এসপির নেতৃত্বে শহরের বাজারঘাটা, ভোলা বাবুর পেট্রোল পাম্প এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় মাস্ক বিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ করার পাশাপাশি তাদের সচেতন করা হয়। তাছাড়া যে সকল মানুষ লকডাউন অমান্য করে বাইরে বের হয়েছেন তাদের মামলার মাধ্যমে জরিমানার আওতায় আনা হচ্ছে। একইদিন উখিয়ায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্কন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। এসময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন অাহমদ ও স্থানীয় ইউপি সদস্য ইন্জিনিয়ার হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: