ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

‘লকডাউন’ ঘোষণা হল চট্টগ্রামের সাতকানিয়া

জে. জাহেদ , চট্টগ্রাম ::
করোনা পরিস্থিতি ক্রমবর্ধমান হারে ভয়াবহতার দিকে এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে ১৫ এপ্রিল বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতকানিয়া উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্যকর কমপ্লেক্স ও থানা প্রশাসনের সাথে পরামর্শক্রমে এই নির্দেশনা দেন।

লকডাউন চলাকালীন স্ব স্ব এলাকায় করোনা মহামারির বিস্তার রোধ ও প্রাদুর্ভাব থেকে জনগণকে মুক্ত রাখতে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের এবং স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানিয়েছেন সাংসদ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বসাধারণকে লকডাউনের নীতিমালা পুরোপুরি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল সাতকানিয়ায় ৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

পাঠকের মতামত: