ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিকতার সাথে কাজ করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

নিরাপদ প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিকতার সাথে কাজ করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেই লক্ষে একমত পোষন করেছেন রাশিয়া ও চিন। বাংলাদেশে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা রোববার কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রধান গুস্তাভো মেজার চুয়াদ্রা’র নেতৃত্বে ১৫ সদস্যয়ের প্রতিনিধি দলে রয়েছেন চিন, রাশিয়া, যুক্তরারজ্যসহ বেশ কয়েকটি দেশের কুটনৈতিকরা।

সংবাদ সম্মেলনে রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এসময় রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারে সেই লক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন সফরকারীরা।

সংবাদ সম্মেলণনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ সফর রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভুমিকা রাখবেন। সকালে প্রতিনিধি দল প্রথমে যান নাইক্ষংছড়ির তুমব্্রু সীমান্তের জিরো লাইনে অবস্থান নেওযা রোহিঙ্গাদের দেখতে। পরে উখিয়া বালুখালীর ময়নার ঘোনা পরিদর্শন শেষে প্রতিনিধি দল কুতুপারং শিবিরে আসেন। এসময় ব্লক ডি ফাইভে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে বিকালে কক্সবাজার বিমান বন্দর থেকে প্রতিনিধি দলটি সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের কথা রয়েছে।

পাঠকের মতামত: