ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে অবস্থান কর্মসূচী

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে

ইমাম খাইর, কক্সবাজার ::
কিছু রোহিঙ্গার বেপরোয়া অপরাধকর্মের কারণে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিস্তৃত হচ্ছে খুনোখুনি, মাদকের রাজ্য। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো দরকার। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে।

বাংলাদেশে রোহিঙ্গা রোহিঙ্গা আগমনের চার বছর পূর্তির দিন ২৫ আগষ্ট সকালে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সহসভাপতি মনজুর আলম সিকদারের সভাপতিত্বে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর সামনে অবস্থান কর্মসূচীতে বক্তারা আরো বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা দরকার। যারা অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি করেছে সবগুলো বাতিল করতে হবে।

রোহিঙ্গাদের মদতদাতা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমাবেশে দাবি জানান বক্তারা।

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহসভাপতি নুরুল আজিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমাম খাইর, সহসাধারণ সম্পাদক শামশুল ইসলাম কেলু, মাস্টার জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন, দপ্তর সম্পাদক কানন বিশ্বাস।

সদস্যদের মধ্যে বক্তব্য দেন- সাংবাদিক এম. বেদারুল আলম, শেখ সেলিম, সাগর পাল সাজু, মোঃ রফিক, শাহাদাত হোসেন মুন্না, আব্দুল জব্বার, লুৎফুর রহমান খোকা, হারাধন রুদ্র সুজয়, মামুন অর রশিদ, মোস্তাফা কামাল রিফাত।

কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন-গ্রাম ডাক্তার কল্যাণ পরিষদ কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক পুলিন চন্দ্র, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান এসএম ছৈয়দ উল্লাহ আযাদ, সমাজকর্মী আব্দুর রহমান হাশেমী, মাইটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, সংবাদকর্মী মোঃ আলম।

কর্মসূচিতে সংগঠনের সাধারণ সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত: